Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩২, শনিবার ১৯ এপ্রিল ২০২৫

আখাউড়ায় বন্ধ হলো বৈশাখী মেলা, হুমকি দেওয়ার অভিযোগ বিএনপি নেতার ব

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:০১, ১৩ এপ্রিল ২০২৫

প্রিন্ট:

আখাউড়ায় বন্ধ হলো বৈশাখী মেলা, হুমকি দেওয়ার অভিযোগ বিএনপি নেতার ব

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক বিএনপি নেতার হুমকিতে আয়োজকেরা বৈশাখী উৎসব ও মেলা স্থগিত করতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে মেলার আয়োজকদের পক্ষ থেকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে আজ রোববার লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। 

আখাউড়ার ধলেশ্বর গ্রামের রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগারের সদস্য মো. রনি চৌধুরী এই অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, ‘২০১২ সাল থেকে পাঠাগারের আয়োজনে বাংলা নববর্ষে নিয়মিত বৈশাখী উৎসব ও মেলা হয়ে আসছে এলাকায়। প্রতিবারের মতো এই বছরও গ্রামবাসীর সহায়তায় পাঠাগার প্রাঙ্গণে বৈশাখী উৎসব ও মেলা আয়োজনের প্রস্তুতি নিয়ে ব্যানারসহ সামাজিক মাধ্যমে প্রচার করা হয়। এ ছাড়া মেলার বিষয়টি লিখিতভাবে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করে তাদের মেলায় আমন্ত্রণ জানানো হয়।

এর মধ্যে গত ১১ এপ্রিল আখাউড়ার আব্দুল্লাহপুর গ্রামের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজের সময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. শাহনোয়াজ খান ওই মেলার বিরুদ্ধে মুসল্লিদের উদ্দেশে বক্তৃতা দেন। মো. শাহনোয়াজ খানের দাবি, বৈশাখী মেলা অনইসলামিক ও গুনাহর কাজ। তাই এখানে মেলা করা যাবে না। যদি কেউ করার চেষ্টা করেন তাদেরকে প্রতিহত করা হবে বলে হুমকি দেন তিনি। তাঁর এ উসকানির ফলে এলাকায় অশান্ত পরিবেশ সৃষ্টি হতে পারে বিধায় আয়োজকেরা উক্ত এতিহ্যবাহী বৈশাখী মেলা স্থগিত করতে বাধ্য হয়েছেন। বিষয়টি আমলে নিয়ে কার্যকর ও তড়িৎ পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হলো।’

বৈশাখী উৎসব ও মেলার আয়োজকেরা জানান, বিএনপি নেতা শাহনোয়াজ খানের হুমকি ও উসকানিমূলক তৎপরতার ফলে এলাকায় অশান্ত পরিবেশ সৃষ্টির আশঙ্কায় পরদিন শনিবার রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগারের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক শিরীন আক্তার মেলা স্থগিতের লিখিত ঘোষণা দেন। 

মেলা স্থগিত করতে বাধ্য হয়েছেন উল্লেখ করে শিরিন আক্তার বলেন, ‘সরকার এবার শুধু নববর্ষেই নয়, চৈত্রসংক্রান্তি পালন করার জন্যও নির্দেশনা দিয়েছে। সেই ক্ষেত্রে একজন স্থানীয় নেতার এরকম ঔদ্ধত্যপূর্ণ আচরণ জাতীয় অনুষ্ঠানের চেতনাকে আহত করেছে।’

এ বিষয়ে জানতে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. শাহনোয়াজ খানকে ফোন করলে তিনি ইউএনও অফিসে মিটিংয়ে আছেন বলে জানান। তিনি এ সময় বলেন, ‘মেলার বিষয়ে ওসি তদন্ত করছেন, তাঁর কাছ থেকেই জানতে পারবেন।’

এরপর আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমি উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হয়। ওসি জানান, এলাকার লোকজনই মেলা স্থগিত করেছে। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer