Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩২, শনিবার ১৯ এপ্রিল ২০২৫

সন্ধ্যায় জিডি : রাতে ভাস্কর মানবেন্দ্রর বাড়িতে দুর্বৃত্তের আগুন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩২, ১৬ এপ্রিল ২০২৫

প্রিন্ট:

সন্ধ্যায় জিডি : রাতে ভাস্কর মানবেন্দ্রর বাড়িতে দুর্বৃত্তের আগুন

ছবি- সংগৃহীত

মঙ্গলবার সন্ধ্যায় থানায় জিডি করার পর রাত আনুমানিক দুই থেকে তিনটার দিকে ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দইর ঘোষের বাজার এলাকার বাড়িটিতে থাকা তার শিক্ষাজীবন থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত নিজের তৈরি বহু মূল্যবান ভাস্কর্য পুড়ে গেছে।

মানবেন্দ্র ঘোষ বলেন, পহেলা বৈশাখের আগের দিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে হুমকি দিয়ে আসছিল দুর্বৃত্তরা। পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত আনন্দ শোভাযাত্রায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাবয়বসহ বিভিন্ন মোটিফ তৈরির অভিযোগে তাকে এ হুমকি দেওয়া হয়। তবে তিনি হাসিনার মুখাবয়ব তৈরি করেননি। তিনি বাঘের মোটিফ তৈরি করেছেন বলে দাবি করেন।

জানা যায়, ফেসবুকে আসা হুমকির বিষয়ে গতকাল সন্ধ্যায় সদর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন মানবেন্দ্র। এরপরই রাতে তার বাড়িতে আগুন দেওয়া হয়।

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত তিনটার দিকে বাড়ির দক্ষিণ পাশে টিনশেডের একটি ঘরে আগুন জ্বলতে দেখেন বাড়িটির রাখাল ইজ্জত আলী। এরপর বাড়ির লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেন। এসময় আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ভোর চারটার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।

বাড়ির রাখাল ইজ্জত আলী জাগো নিউজকে বলেন, পাশের রুমে শুয়ে ছিলাম, গরুর লাফালাফিতে ঘুম ভেঙে দেখি আগুন লেগে গেছে। পরে আমি মালিক ও আশপাশের লোকজনকে ডাক দিয়েছি। তখন গরুগুলো আরেক বাড়িতে নিয়ে বেঁধে রাখি। এই ঘরে সব কাজের জিনিস ছিল। রাত তিনটা সাড়ে তিনটার দিকে আগুন লাগে।সন্ধ্যায় জিডি, রাতে ভাস্কর মানবেন্দ্রর বাড়িতে দুর্বৃত্তের আগুন

মানবেন্দ্র ঘোষের বাবা অমলেন্দু ঘোষ জাগো নিউজকে বলেন, পূর্বপরিকল্পিতভাবে আগুন দিয়ে। যারা করেছেন তাদেরকে শনাক্ত করে যদি কিছু করা যায়। আমি নিশ্চিত করে বলতে পারছি না কারা করেছে। যারা আজ আমার বাড়িতে এই ঘটনা ঘটিয়েছে, অন্য বাড়িতেও ঘটাতে পারে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জাগো নিউজকে বলেন, মানবেন্দ্র ঘোষ গতকাল সন্ধ্যায় থানায় জিডি করার পর রাতে তার বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। থানায় মামলার প্রস্তুতি চলছে। আমরা আসামিদের গ্রেফতারের জন্য অভিযানে আছি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer