
ফাইল ছবি
রাঙামাটি-চট্টগ্রাম সড়কের রাবার বাগান এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন একজন।শনিবার সকালে কাউখালী উপজেলার চেয়ারম্যান পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাউখালী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ইসহাক সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, সকালের দিকে চেয়ারম্যান পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিনজন মারা যান। হাসপাতালে নেয়ার পর দুজন মারা যায়।