রাশিয়ার যুদ্ধজাহাজ চলতি বছরের ফেব্রুয়ারিতে চীনা এবং দক্ষিণ আফ্রিকার নৌবাহিনীর সঙ্গে অনুশীলনে অংশ নেবে।
এ সময় ওই যুদ্ধজাহাজ হাইপারসনিক ক্রুজ অস্ত্রে সজ্জিত থাকবে। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন তাস নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।