Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ১৫ ১৪৩১, বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪

একসঙ্গে দুটি নৌ মহড়া শুরু রাশিয়ার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:১৭, ৬ জুন ২০২৩

প্রিন্ট:

একসঙ্গে দুটি নৌ মহড়া শুরু রাশিয়ার

ফাইল ছবি

বাল্টিক সাগরে পশ্চিমা বিশ্বের দেশগুলোর সামরিক জোট ন্যাটোর নৌ মহড়া শুরুর একদিন পর পাল্টা নৌ মহড়া শুরু করেছে মস্কো। এছাড়া জাপান সাগর ও ওখটস্ক সাগরেও পৃথক নৌ মহড়া শুরু করেছে রুশ নৌবাহিনী। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

রোববার বাল্টিক সাগরে নৌ মহড়া শুরু করেছিল মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট। এর জবাবেই অঞ্চলটিতে পাল্টা মহড়া শুরু করে রাশিয়া। যদিও মস্কো জানিয়েছে, সম্মুখ যুদ্ধে নিজেদের সক্ষমতা যাচাই ও নৌসেনাদের দক্ষতা বাড়াতে আয়োজন করা হয়েছে এসব নৌ মহড়ার

মহড়ার বিষয়ে মার্কিন নৌবাহিনী জানিয়েছে, ন্যাটোর পক্ষ থেকে মহড়ায় ৬ হাজার সেনা, ৫০টি যুদ্ধজাহাজ এবং ৪৫টিরও বেশি বিমান অংশ নিচ্ছে। জোটের সদস্য হিসেবে ফিনল্যান্ড প্রথমবারের মতো অংশ নিচ্ছে।

বাল্টিক সাগরে নৌ মহড়ার বিষয়ে রাশিয়ার সশস্ত্রবাহিনী জানিয়েছে, তাদের ৪০টি যুদ্ধজাহাজ, ২৫টি বিমান এবং প্রায় সাড়ে ৩ হাজার সেনা এ মহড়ায় অংশ নিচ্ছে। মহড়াটি চলবে ১৫ জুন পর্যন্ত।

এছাড়া সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জাপান সাগর ও ওখটস্ক সাগরে বড় ধরনের নৌ মহড়া শুরু করেছে দেশটি। আগামী ২০ জুন পর্যন্ত চলা এ মহড়ায় অংশ নিচ্ছে ১১ হাজারের বেশি নৌসেনা। ৬০টির বেশি যুদ্ধজাহাজ ও সহায়তাকারী নৌযান ছাড়াও এ মহড়ায় অংশ নিচ্ছে রুশ নৌবাহিনীর ৩৫টি যুদ্ধবিমান।

সামরিক বিশ্লেষকরা বলছেন, ন্যাটো জোটকে প্রতিহত করা ও ইউক্রেনকে কোণঠাসা করতে এটি রাশিয়ার নৌ শক্তি ব্যবহারের চেষ্টা। এজন্য দেশটি একসঙ্গে দুটি নৌ মহড়া শুরু করেছে।

ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর সম্প্রতি প্রথমবারের মত দেশের অভ্যন্তরে ইউক্রেনের হামলার শিকার হচ্ছে রাশিয়া। তাই সামরিক বিশেষজ্ঞরা বলছেন, কিয়েভকে কোণঠাসা করতে এবার নৌ শক্তি ব্যবহার করতে যাচ্ছে মস্কো।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer