Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ২২ ১৪৩১, বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫

কোস্টগার্ডের প্রধান হলেন জিয়াউল হক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩৬, ২৯ সেপ্টেম্বর ২০২৪

প্রিন্ট:

কোস্টগার্ডের প্রধান হলেন জিয়াউল হক

ফাইল ছবি

রিয়ার এডমিরাল ‍জিয়াউল হককে কোস্টগার্ডের প্রধান করা হয়েছে।রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।জিয়াউল হক রিয়ার এডমিরাল এরশাদ আলীর স্থলাভিষিক্ত হলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, রিয়ার এডমিরাল এরশাদ আলীকে বাংলাদেশ নৌবাহিনীতে ফিরিয়ে তার চাকরি বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। অপরদিকে রিয়ার এডমিরাল ‍জিয়াউল হককে বাংলাদেশ কোস্টগার্ডের প্রধান করে তার চাকরি জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
 
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer