Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪

ডিজিএফআই ডিজি জাহাঙ্গীর, পদোন্নতি পেয়ে লে. জেনারেল হলেন ২ জন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩৭, ১৪ অক্টোবর ২০২৪

প্রিন্ট:

ডিজিএফআই ডিজি জাহাঙ্গীর, পদোন্নতি পেয়ে লে. জেনারেল হলেন ২ জন

-লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি পাওয়া ফয়জুর রহমান ও মাইনুর রহমান এবং ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক জাহাঙ্গীর আলম

সেনাবাহিনীর কয়েকটি উচ্চ পদে রদবদল হয়েছে। মেজর জেনারেল পদ মর্যাদার দুই কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে লেফটেন্যান্ট জেনারেল করা হয়েছে। তাদের মধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক মো. ফয়জুর রহমানকে সেনা সদরের কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) দায়িত্ব দেওয়া হয়। এছাড়া পদোন্নতি পাওয়া ২৪ পদাতিক ডিভিশনের (চট্টগ্রাম সেনানিবাস) জিওসি মো. মাইনুর রহমানকে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জিওসি করা হয়েছে। 

এদিকে ডিজিএফআইয়ে নতুন মহাপরিচালক হয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি কুমিল্লায় ৩৩ পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্ব পালন করে আসছিলেন।  আওয়ামী লীগ সরকারের সময় কোয়ার্টার মাস্টার জেনারেলের দায়িত্বে থাকা লেফটেন্যান্ট জেনারেল মজিবুর রহমানকে রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ৬ অগাস্ট আর্টডকে পাঠানো হয়েছিল। আর আর্টডকের জিওসি লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরীকে বানানো হয়েছিল কিউএমজি। 

গত ১২ সেপ্টেম্বর তাবরেজকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। আর মজিবুরকে করা হয় বরখাস্ত। এরপর থেকে দুটি পদই খালি ছিল। নতুন কিউএমজি ফয়জুর রহমান গত ১২ অগাস্ট ডিজিএফআইয়ের মহাপরিচালক হন। তার আগে তিনি ছিলেন মিরপুরে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কমান্ড্যান্ট। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer