ছবি- সংগৃহীত
বৃহস্পতিবার রাতে ভারী বর্ষণে রাজধানী ঢাকার প্রায় সব রাস্তা তলিয়ে যায় পানিতে। সকালে ঢাকার বিভিন্ন রাস্তার পানি কমতে শুরু করলেও নিউমার্কেট ও আশপাশের সড়ক এখনো পানিতে থই থই। এর ফলে নিউমার্কেটের (মূল মার্কেট কমপ্লেক্স অংশ) অধিকাংশ দোকানই আজ বন্ধ রয়েছে। অল্প সংখ্যক ব্যবসায়ী যারা দোকান খুলেছেন, তারা মূলত এসেছেন দোকানে পানি উঠেছে কি না দেখতে।
শুক্রবার বিকেলেও সরেজমিনে অধিকাংশ দোকান বন্ধ পাওয়া যায়। তবে দোকান বন্ধের আগাম কোনো তথ্য না থাকায় অনেকেই কেনাকাটা করতে এসে ফিরে যাচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, মার্কেটের ভেতরের অংশে এখনো পানি রয়েছে। এছাড়া এক নম্বর গেট ও পাঁচ নম্বর গেটের সামনের সড়ক পানিতে তলিয়ে আছে। তবে মার্কেটের সামনের অংশে (মিরপুর রোড) ফুটপাতের দোকানে টুকটাক কেনাবেচা চোখে পড়ে।
নিউমার্কেটের কাপড়ের দোকানি রহমত আলী বলেন, ‘রাতে অনেক বৃষ্টি হয়েছে। সামনের সড়কের পানি সরে গেলেও মার্কেটের ভেতরের পানি এখনও সরেনি। এ কারণে ক্রেতারা মার্কেটে ঢুকতে পারছেন না। আমরা দোকান খুলেছি মূলত দোকানে পানি ঢুকেছে কি না সেটা দেখার জন্য। জানি না কখন পানি সরবে। এই অবস্থায় আগামীকাল দোকান খুলতে পারবো কি না নিশ্চিত হতে পারছি না।’
মার্কেট বন্ধ থাকলেও মিরপুর রোডে পানি না থাকায় ফুটপাতের দোকানগুলোতে মোটামুটি ভিড় লক্ষ্য করা গেছে।