Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ৬ ১৪৩১, শনিবার ২১ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশের বাজারে নতুন মোটরসাইকেল আনল হোন্ডা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩২, ১ এপ্রিল ২০২৪

প্রিন্ট:

বাংলাদেশের বাজারে নতুন মোটরসাইকেল আনল হোন্ডা

ছবি: সংগৃহীত

জাপানভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান হোন্ডা এবার দেশের বাজারে নিয়ে এসেছে নতুন মোটরসাইকেল। ১০০ সিসির ‘হোন্ডা শাইন ১০০’ মোটরসাইকেলটি আরোহীদের উন্নত সেবা ও আরামদায়ক অভিজ্ঞতা দেবে বলে দাবি করছে প্রতিষ্ঠানটি। গতকাল রোববার রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে নতুন মোটরসাইকেলটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শিগেরু মাৎসুজাকি বলেন, ‘হোন্ডা চায় সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন সমাধানের মাধ্যমে গ্রাহকদের আনন্দদায়ক অভিজ্ঞতা দিতে। গ্রাহকের চাহিদা পূরণে আমরা ভিন্ন রঙে উন্নত ফিচারস ও প্রযুক্তিসম্পন্ন নতুন নতুন মডেল উপহার দিয়ে যাব।’

ব্র্যান্ডটির প্রধান বিপণন কর্মকর্তা শাহ মুহাম্মদ আশেকুর রহমান বলেন, ‘কমিউটার সেগমেন্টে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড বরাবরই গ্রাহকদের দৈনন্দিন চলাফেরায় সুবিধা, স্বাচ্ছন্দ্য ও সাশ্রয়ী অভিজ্ঞতা প্রদান করে এসেছে। শাইন ১০০-এর টেকসই ডিজাইন, উন্নত ফিচারস গ্রামীণ কিংবা আধা-শহুরে গ্রাহকদের দৈনন্দিন যাতায়াতের প্রয়োজনীয়তা মেটাবে।’

হোন্ডা কর্তৃপক্ষ জানায়, নতুন মোটরসাইকেলটিতে কম্বি ব্রেক সিস্টেম (সিবিএস) ব্যবহার করা হয়েছে, যা সামনের ও পেছনের চাকায় ব্রেকিং ফোর্স প্রদান করে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করবে। এছাড়া এর জ্বালানি দক্ষতা চালকের খরচ কমাবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer