ফাইল ছবি
দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ ১ হাজার ১৭৮ টাকা বাড়ানো হয়েছে।
শনিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামীকাল রবিবার থেকে নতুন দাম কার্যকর হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, ভালো মানের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৮ হাজার ৪৬০ টাকা। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।