Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১২ ১৪৩১, শনিবার ২৮ সেপ্টেম্বর ২০২৪

চূড়ান্ত অনুমোদনের আগে বাজেটে সংশোধনী আসতে পারে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১৬, ২০ জুন ২০২৪

প্রিন্ট:

চূড়ান্ত অনুমোদনের আগে বাজেটে সংশোধনী আসতে পারে

ফাইল ছবি

আগামী অর্থবছর ২০২৪-২৫ এর প্রস্তাবিত বাজেট চূড়ান্ত অনুমোদনের আগে কিছু ক্ষেত্রে সংশোধনী আনা হতে পারে। বৃহস্পতিবার দুপুরে কৃষি অর্থনীতিবিদ সমিতির সেমিনারে এমন ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

তিনি জানিয়েছেন, বাজেট নিয়ে কিছু পর্যবেক্ষণ রয়েছে। সেগুলো পর্যালোচনা করা হবে। এবারের বাজেট জনবান্ধব হয়েছে বলেও দাবি করেন।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতিতে কৃষির অবদান অপরিসীম। খাদ্য নিরাপত্তা জোরদারে ভূমিকা রাখছেন কৃষক। তাই সরকার এই খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

আবুল হাসান মাহমুদ আলী আরও বলেন, দেশের অর্থনীতি নিয়ে প্রশ্ন তোলা হয়। কিন্তু বিশ্বব্যাংক ঠিকই ঋণ দিচ্ছে। এই আন্তর্জাতিক সংস্থা বলেছে, বাংলাদেশের অর্থনীতি সঠিক পথেই আছে।

বাজেট নিয়ে সমালোচনাকারীদের জবাব দিয়েছেন তিনি। বললেন, অর্থনীতি নিয়ে জেনে-শুনে-বুঝে মন্তব্য করা উচিত। এ বিষয়ে অযথা কথা না বলাই ভালো।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer