Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১৫ ১৪৩১, রোববার ৩০ জুন ২০২৪

৫ হাজার কোটি টাকা ভ্যাট পরিশোধ করল পেট্রোবাংলা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৫১, ২৫ জুন ২০২৪

আপডেট: ০০:০১, ২৬ জুন ২০২৪

প্রিন্ট:

৫ হাজার কোটি টাকা ভ্যাট পরিশোধ করল পেট্রোবাংলা

ফাইল ছবি

জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ৫ হাজার কোটি টাকা বকেয়া ভ্যাট পরিশোধ করল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সংস্থা পেট্রোবাংলা। এনবিআরের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) ভ্যাটকে চালানের মাধ্যমে এ টাকা পরিশোধ করেছে তারা।

পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার বলেন, অর্থ মন্ত্রণালয় থেকে দীর্ঘমেয়াদী ঋণ নিয়ে এনবিআরের বকেয়া পরিশোধ করার সিদ্ধান্ত হয়। এর অংশ হিসেবে এলটিইউ ভ্যাটকে ৫ হাজার কোটি টাকা পরিশোধ করা হয়েছে। জ্বালানি আমদানি বাবদ দায় মেটাতে অর্থ মন্ত্রণালয় থেকে ২৫ বছর মেয়াদি ঋণ নেওয়া হচ্ছে।

এদিকে, এনবিআর কর্মকর্তারা জানিয়েছেন পেট্রোবাংলা ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে শুল্ক, ভ্যাট ও কর মিলিয়ে পাওনা প্রায় ৫৫ হাজার কোটি টাকা। এর মধ্যে পেট্রোবাংলার কাছে এলটিইউ’র পাওনা প্রায় সাড়ে ২২ হাজার কোটি।

তারা জানান, আয়কর ও আমদানি শুল্ক বাবদ দুই সংস্থার কাছে পাওনা ৩০ হাজার কোটি টাকা। ৫ হাজার কোটি টাকা পরশোধের পর আরও প্রায় ৫০ হাজার কোটি টাকা বকেয়া থাকল বিপিসি ও পেট্রোবাংলার।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer