Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ১৫ ১৪৩১, বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪

গ্লোবাল ইসলামী ব্যাংকের দুইটি উপশাখা উদ্বোধন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০২, ১ আগস্ট ২০২৪

প্রিন্ট:

গ্লোবাল ইসলামী ব্যাংকের দুইটি উপশাখা উদ্বোধন

ছবি- সংগৃহীত

আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে বৃহস্পতিবার ঢাকার মিরপুর শাহ আলী এবং গাজীপুরের গাজীপুর বাজারে দুইটি উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে অনলাইন মাধ্যমে উপশাখাগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান জেহাদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ ও সামি করিম, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক, ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ আমন্ত্রিত সম্মানীত অতিথি ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।

অত্যাধুনিক প্রযুক্তি ও বিশ^স্ত ব্যাংকিং সেবার মাধ্যমে ব্যাংকটি দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বকীয়তা বজায় রেখে অত্যন্ত দ্রুততার সাথে শাখা ও উপশাখা সম্প্রসারণ করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer