Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ১ ১৪৩১, বুধবার ১৫ জানুয়ারি ২০২৫

হুসনে আরা শিখা বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৮, ১৩ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৪:৪৩, ১৩ সেপ্টেম্বর ২০২৪

প্রিন্ট:

হুসনে আরা শিখা বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র

ছবি- সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র হিসেবে মনোনীত হয়েছেন নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। একই সঙ্গে দুজন সহকারী মুখপাত্র করা হয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. জবদুল ইসলামের স্বাক্ষরিত অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। একই নির্দেশে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী এবং ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনসের পরিচালক সাঈদা খানমকে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র হুসনে আরা শিখা মেজবাউল হকের স্থলাভিষিক্ত হলেন। মেজবাউল হকের আগে মুখপাত্রের দায়িত্বে ছিলেন নির্বাহী পরিচালক জি এম আবুল কালাম আজাদ। মুখপাত্র হিসেবে মনোনীত হুসনে আরা শিখা ১৯৯৬ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগ দেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer