Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ৭ ১৪৩১, মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪

অপ্রয়োজনে ব্যাংকের টাকা না তোলার পরামর্শ গভর্নরের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪৬, ২৩ সেপ্টেম্বর ২০২৪

প্রিন্ট:

অপ্রয়োজনে ব্যাংকের টাকা না তোলার পরামর্শ গভর্নরের

ফাইল ছবি

গ্রাহকদের অপ্রয়োজনে ব্যাংক থেকে টাকা না তোলার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।সোমবার মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংক খাতের সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ পরামর্শ দেন তিনি।


গভর্নর বলেন, ব্যাংকের তারল্য সংকট নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। দুর্বল ব্যাংকগুলোতেও আমানতের প্রবৃদ্ধি বাড়ছে।আগামী মার্চ-এপ্রিলের মধ্যে মূল্যস্ফীতি সহনীয় হয়ে আসবে জানিয়ে গভর্নর বলেন, গ্রাহকদের অপ্রয়োজনীয় অর্থ উত্তোলন থেকে বিরত থাকার জন্য পরামর্শ দেয়া হচ্ছে।

ক্রমবর্ধমান মূল্যস্ফীতি মোকাবিলায় চলতি সপ্তাহে বাংলাদেশ ব্যাংক আবারও পলিসি রেট বা নীতি সুদহার বাড়াবে বলে জানিয়েছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, নীতি সুদহার চলতি সপ্তাহে বাড়ানো হবে। এরপর আগামী মাসে আরও কিছুটা বাড়ানো হবে। বর্তমানে নীতি সুদহার ৯ শতাংশে রয়েছে।

ব্যাংক বন্ধ নয়, বরং দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করার চিন্তা আছে বলেও জানান গভর্নর। তিনি বলেন, ছোট ব্যাংকগুলোকে একীভূত করা হতে পারে। তবে পরিস্থিতির আলোকে সিদ্ধান্ত নেয়া হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer