Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ৬ ১৪৩১, বুধবার ২৩ অক্টোবর ২০২৪

শুল্ক কমলেও বেড়েছে চিনির দাম

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১৯, ২২ অক্টোবর ২০২৪

প্রিন্ট:

শুল্ক কমলেও বেড়েছে চিনির দাম

ফাইল ছবি

শুল্ক কমলেও বাজারে উল্টো বেড়েছে চিনির দাম। খোলা ও প্যাকেটজাত উভয় চিনিতেই কমপক্ষে ৩-৫ টাকা বেড়েছে। বিক্রেতারা বলছেন, দাম বাড়ায় প্রভাব পড়েছে বিক্রিতে। এদিকে নতুন করে বাড়ছে ব্রয়লার ও সোনালি মুরগির দাম। ৩-৪ দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে ১০-১৫ টাকা।

সম্প্রতি চিনি আমদানিতে শুল্ক-কর কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তাতে প্রতি কেজি চিনিতে শুল্ক কমেছে অন্তত ১০-১১ টাকা।

তবে বাজারে দেখা যাচ্ছে উল্টো চিত্র। শুল্ক কমলেও বাজারে বেড়েছে চিনির দাম। খোলা ও প্যাকেটজাত চিনিতে কেজিপ্রতি বেড়েছে ৩-৫ টাকা। খুচরা পর্যায়ে বর্তমানে প্রতি কেজি খোলা চিনি ১৩০-১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। চার-পাঁচ দিন আগেও চিনির দাম ছিল ১২৫-১৩০ টাকা। আর প্যাকেটজাত চিনি বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়।

এদিকে শুল্ক কমানোর প্রভাব বাজারে না পড়ায় অসন্তুষ্ট ভোক্তারা। আর চিনির দাম বাড়ার পেছনে পাইকারি বিক্রেতারা দায় দিচ্ছেন সরবরাহ ঘাটতির উপর।

এদিকে বাজারে নতুন করে বেড়েছে ব্রয়লার ও সোনালি মুরগির দাম। ৩-৪ দিনের ব্যবধানে কেজিতে ১০-১৫ টাকা বেড়ে রাজধানীতে ব্রয়লার বিক্রি হচ্ছে ২০০-২১০ টাকায়। আর সোনালির বিক্রি ঠেকেছে ৩২০ টাকা পর্যন্ত।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer