Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ১৫ ১৪৩১, বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪

পে-রোল ব্যাংকিং পরিষেবায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও মট্স-এর মধ্যে চুক্তি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৪, ৩১ অক্টোবর ২০২৪

আপডেট: ১৮:৩৪, ৩১ অক্টোবর ২০২৪

প্রিন্ট:

পে-রোল ব্যাংকিং পরিষেবায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও মট্স-এর মধ্যে চুক্তি

ছবি- সংগৃহীত

পে-রোল ব্যাংকিং পরিষেবায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) এর সঙ্গে মিরপুর এগ্রিকালচারাল ওয়ার্কশপ এন্ড ট্রেনিং স্কুল (MAWTS)-এর মধ্যে সহযোগিতা চুক্তি হয়েছে। 

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) সম্প্রতি MAWTS এর কর্মীদের জন্য পে-রোল ব্যাংকিং পরিষেবা প্রদানে গত ২৯ অক্টোবর ২০২৪ এই চুক্তি করে। এমটিবি সদর দপ্তরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই চুক্তি সম্পন্ন হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও রিটেইল ব্যাংকিং প্রধান মোঃ শাফকাত হোসেন, রিটেইল সেগমেন্ট এন্ড র্স্ট্যাটেজির প্রধান তাহসিন তাহের, হেড অব পেরোল ব্যাংকিং রশিদ আহমেদ বিন ওয়ালী, শাখা ব্যবস্থাপক মোঃ আহসানুল বাক্কি খায়রুজ্জামান, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার তানজিনা এবং MAWTS এর পরিচালক জেমস্ গোমেজ ও মার্কেটিং ফোকাল সাগীর হামযা। এছাড়াও প্রতিষ্ঠানের পক্ষে উচ্চপদস্থ আরো অনেক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিচালক জেমস্ গোমেজ তাঁর বক্তব্যে ১৯৭৩ সালে কিভাবে যুবকদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করার জন্য মট্স এর উৎপত্তি হয় তার ইতিহাস তুলে ধরেন। তাছাড়া মট্স যে সমাজে পিছিয়ে পড়া দরিদ্র যুবদের কারিগরি শিক্ষা গ্রহণের সুযোগ করে দিচ্ছে সেটিও  তুলে ধরেন। 

এমটিবি আশা রাখে তাদের চমৎকার ব্যাংকিং সেবা ও অভিজ্ঞতা MAWTS এর কর্মীদের প্রদান করবে যা তাদের আর্থিক সুরক্ষা ও সুবিধা বৃদ্ধিতে সহায়ক হবে। তাছাড়া MAWTS এর সাথে এই উদ্যোগের মাধ্যমে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রসমূহ নিরূপণে একত্রে পথ চলার অঙ্গীকার করেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer