Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২৮ ১৪৩১, বুধবার ১৩ নভেম্বর ২০২৪

দুরন্তের তিন দিনব্যাপী ইলেকট্রিক বাইক ও স্কুটারের প্রদর্শনী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫১, ১০ নভেম্বর ২০২৪

প্রিন্ট:

দুরন্তের তিন দিনব্যাপী ইলেকট্রিক বাইক ও স্কুটারের প্রদর্শনী

ছবি- সংগৃহীত

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় তিন দিনব্যাপী বিইভিএমএক্স-২০২৪ প্রদর্শনীতে ইলেকট্রিক বাইক ও স্কুটার নিয়ে অংশগ্রহণ করে আরএফএল গ্রুপের ব্র্যান্ড দুরন্ত।

বাংলাদেশে প্রথম দুরন্ত ব্র্যান্ডের ই-বাইসাইকেল বাজারে এসেছে, যা যানবাহন ব্যবস্থায় একটি নতুন রূপরেখা তৈরি করছে। ক্রমাগত এর চাহিদা ও জনপ্রিয়তা অর্জন করছে।

দুরন্ত প্রায় পাঁচ ধরনের ই-বাইক ও একটি ই-স্কুটারের মডেল প্রদর্শনী করেছে। এবারের প্রদর্শনীতে দর্শনার্থীদের দারুণ আগ্রহ ছিল এই স্টলে। ক্রেতাদের কাছ অগ্রিম অর্ডার নেওয়া হয়েছে। মেলা থেকে দুরন্তের ই-বাইক এক চার্জে ৪৫ কিলোমিটার মাইলেজ দেয়। আর প্রাইজ মডেলভেদে ৪২ হাজার টাকা থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত।

এ বিষয়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরএন পাল বলেন, আমাদের উদ্ভাবনী ই-বাইক দেশের বাজারে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি, দেশের পাশাপাশি আমরা দুরন্ত ই-বাইক বিভিন্ন দেশে রপ্তানি শুরু করেছি। আমাদের লক্ষ্য হলো টেকসই এবং পরিবেশবান্ধব পণ্য তৈরি করা, যা আমাদের পরিবেশ, সমাজ দেশ ও পৃথিবীর উপকারে আসবে।

বৃহস্পতিবার রাজধানীর কুড়িলে আইসিসিবিতে ‘বিইভিএমএক্স-২০২৪’ এবং ‘বিমেক্স ২০২৪’ শীর্ষক আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ ফেডারেশন অব চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. হাফিজুর রহমান। প্রদর্শনীর পর্দা নেমেছে গতকাল শনিবার।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer