Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২৯ ১৪৩১, বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪

ফের মহাসড়কে শ্রমিকরা: বেতন না পাওয়া পর্যন্ত অবরোধ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:২৫, ১১ নভেম্বর ২০২৪

প্রিন্ট:

ফের মহাসড়কে শ্রমিকরা: বেতন না পাওয়া পর্যন্ত অবরোধ

ছবি- সংগৃহীত

গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় আবারও সড়ক অবরোধ করেছেন টিএনজেড গ্রুপের শ্রমিকরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রায় ৫৩ ঘণ্টা পর আজ আজ দুপুর ২টার দিকে অবরোধ তুলে নিয়েছিলেন তারা। এরপর দুদিনের বেশি সময় অচল থাকা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

তবে ঘণ্টাখানেক পর ফের রাস্তায় নেমে পড়েন শ্রমিকরা। এখন তারা বলছেন বকেয়া বেতনের টাকা হাতে দিতে হবে, তারপর সড়ক ছাড়বেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান বলেন, অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে ফের মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা।

শ্রমিকরা বলছেন, তাদের বেতন পরিশোধের আশ্বাস আগেও দেওয়া হয়েছিল। এখন তারা আর আশ্বাস মানছেন না। অধিকাংশ শ্রমিক বলছেন, বকেয়া বেতনের টাকা যতক্ষণ না হাতে পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত মহাসড়ক অবরোধ থাকবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer