Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২৯ ১৪৩১, বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪

সার আমদানির এলসি মার্জিন শিথিল করল বাংলাদেশ ব্যাংক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৪, ১৪ নভেম্বর ২০২৪

প্রিন্ট:

সার আমদানির এলসি মার্জিন শিথিল করল বাংলাদেশ ব্যাংক

ফাইল ছবি

সারের সরবরাহ নিশ্চিত করতে আমদানির পদ্ধতি আরো সহজ করা হয়েছে। সার আমদানির এলসি (ঋণপত্র)  মার্জিন শিথিল করা হয়েছে। এখন থেকে ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে সার আমদানিতে ন্যূনতম মার্জিন দিয়ে এলসি খোলা যাবে। একই সঙ্গে ব্যাংকগুলোকে সার আমদানির এলসি খোলার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মাঠ পর্যায়ে কৃষকের কাছে সরবরাহ নিশ্চিত করতে এ পদক্ষেপ নেত্তয়া হয়েছে।বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে এ বিষয়ে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত তা বহাল থাকবে।

সার্কুলারে বলা হয়, সার আমদানিতে এখন থেকে ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এলসি মার্জিন ন্যূনতম পর্যায়ে রাখতে হবে।

একই সঙ্গে সার আমদানির এলসি খোলার বিষয়টি ব্যাংকগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। কৃষি উৎপাদনের ক্ষেত্রে সারের গুরুত্ব বিবেচনায় এর মূল্য সহনীয় পর্যায়ে রাখাসহ প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করতে আমদানির প্রক্রিয়া সহজ করা হয়েছে

সূত্র জানায়, আগে সার আমদানির ক্ষেত্রে উদ্যোক্তাদের কমপক্ষে ৩০ শতাংশ মার্জিন দিতে হতো। এখন নীতিমালা শিথিল করার কারণে ২ থেকে ৫ শতাংশ মার্জিন দিয়েই এলসি খোলা যাবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer