Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৬ ১৪৩১, বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪

নিজেই বাজার করি, চাপে আছি: খাদ্য উপদেষ্টা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:০৬, ১৪ নভেম্বর ২০২৪

প্রিন্ট:

নিজেই বাজার করি, চাপে আছি: খাদ্য উপদেষ্টা

ফাইল ছবি

উচ্চ দ্রব্যমূল্যের কারণে ক্রেতা হিসেবে নিজেও চাপে আছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বৃহস্পতিবার খাদ্য ভবনে এক বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে আলী ইমাম মজুমদার বলেন, ‘আমি আপনাদের মতো মধ্যবিত্ত। আমি নিজেই বাজার করি, চাপে আছি।’

তিনি বলেন, ‘শীতকালীন সবজি অকালীন বৃষ্টির জন্য মার খেয়েছে। সেটাও দ্রুতই উঠা শুরু করবে আশা করছি। যে বদ্ধ জলাশয়গুলো আছে, শীতকালে সেখান থেকে মাছ সংগ্রহ বাড়ে। সেক্ষেত্রে ডিম ও মুরগির ওপর চাপটা কমবে। সবকিছুর দাম কিছুটা কমবে বলে আমার মনে হচ্ছে।’

খাদ্য উপদেষ্টা বলেন, ‘গত এক সপ্তাহে চালের দাম যতটুকু বেড়েছিল, তা আপাতত স্থিতিশীল রয়েছে। আমি আশা করছি, আমন ধান মার্কেটে আসা শুরু করলে, দাম একটু কমতে শুরু করবে।’

তিনি বলেন, ‘কৃষক যাতে ফেয়ার প্রাইস (ন্যায্য মূল্য) পায়, সেদিকেও সরকারের নজর রাখতে হবে। কৃষকের বর্তমানে উৎপাদন খরচ বেড়ে গেছে। যারা ফসল ফলায়, তারা যাতে নিরুৎসাহিত না হন সেজন্য সরকারকে সচেষ্ট থাকতে হবে।’

খাদ্য উপদেষ্টা আরও বলেন, ‘আমন ধানের আগের বার যে দাম দেয়া হয়েছিল, তার থেকে কেজিপ্রতি ৩ টাকা বাড়ানো হয়েছে। চালেও বাড়ানো হয়েছে।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer