Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৬ ১৪৩১, বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪

তিন ব্যাংক পেল ২৬৫ কোটি টাকা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:১৮, ২০ নভেম্বর ২০২৪

প্রিন্ট:

তিন ব্যাংক পেল ২৬৫ কোটি টাকা

ফাইল ছবি

তারল্য সংকটে থাকা তিন ব্যাংক পেল ২৬৫ কোটি টাকা। সবল চার ব্যাংক এই আর্থিক সহায়তা দিয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা এ তথ্য নিশ্চিত করেছেন। কিন্তু কোন ব্যাংক কত টাকা পেল, সেই তথ্য এখনও পাওয়া যায়নি।

যেসব ব্যাংক অর্থ পেয়েছে, সেগুলো হলো—ন্যাশনাল ব্যাংক, এক্সিম ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। যেসব ব্যাংক টাকা দিয়েছে, সেগুলো হলো—ডাচ্-বাংলা ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক ও পূবালী ব্যাংক।

এর আগে গত বৃহস্পতিবার দুর্বল সাত ব্যাংক পেয়েছে ছয় হাজার ৫৮৫ কোটি টাকার সহায়তা। সবল ৯ ব্যাংক এই আর্থিক সহায়তা দিয়েছিল। তখন সবচেয়ে বেশি সহায়তা পেয়েছে ইসলামী ব্যাংক। সবল সাতটি ব্যাংক থেকে ইসলামী ব্যাংক পেয়েছে দুই হাজার ৯৫ কোটি টাকা।

এ ছাড়া সোশ্যাল ইসলামী ব্যাংক এক হাজার ১৭৫ কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এক হাজার কোটি, ন্যাশনাল ব্যাংক ৯২০ কোটি, এক্সিম ব্যাংক ৭০০ কোটি, ইউনিয়ন ব্যাংক ৪০০ কোটি এবং গ্লোবাল ইসলামী ব্যাংক ২৯৫ কোটি টাকা পেয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer