Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৬ ১৪৩১, বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪

হজ যাত্রীদের ডলার ক্রয়ে বিশেষ সুবিধা কেন্দ্রীয় ব্যাংকের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:১০, ২০ নভেম্বর ২০২৪

প্রিন্ট:

হজ যাত্রীদের ডলার ক্রয়ে বিশেষ সুবিধা কেন্দ্রীয় ব্যাংকের

ফাইল ছবি

হজ উপলক্ষে মানি চেঞ্জার্সের নগদ ডলার বিক্রি সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আগের নির্ধারিত সীমার থেকে ১ হাজার ডলার বেশি নগদ বিক্রির অনুমতি পেয়েছে দেশের মানি চেঞ্জার্সগুলো।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ ও পলিসি ডিপার্টমেন্ট (এফইপিডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, এতদিন হাউসগুলো থেকে নগদ ১ হাজার ডলার বিক্রির অনুমোদন থাকলেও আগামী হজ উপলক্ষে তা বাড়িয়ে ২ হাজার ডলার করা হয়েছে।ফলে চাইলেই এখন হজ যাত্রীরা অনুমোদিত হাউস থেকে নগদ ২ হাজার ডলার কিনতে পারবেন।
 
এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব অনুমোদিত ডিলার ও বৈধ মানি চেঞ্জারে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer