Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৮ ১৪৩১, শনিবার ২৩ নভেম্বর ২০২৪

পদ্মা ব্যাংকের ঋণ খেলাপি শেরপুর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি গ্রেপ্তার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৪, ২১ নভেম্বর ২০২৪

আপডেট: ১৬:৩৫, ২১ নভেম্বর ২০২৪

প্রিন্ট:

পদ্মা ব্যাংকের ঋণ খেলাপি শেরপুর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি গ্রেপ্তার

ছবি- সংগৃহীত

পদ্মা ব্যাংকের বকশীগঞ্জ শাখার শীর্ষ ঋণ খেলাপি ব্যবসায়ী ও শেরপুর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মোঃ আশরাফুল আলম সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার ব্যাংকের বকশীগঞ্জ শাখা এবং রিকভারি টিমের সহযোগিতায় সাজাপ্রাপ্ত এই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় শেরপুর থানা পুলিশ। পদ্মা ব্যাংক পিএলসির করা মামলায় জামালপুর অর্থঋণ আদালত সেলিমকে গ্রেপ্তারের আদেশ জারি করেন।

এই ঋণগ্রহীতাকে পূর্বেও এনআই অ্যাক্ট মামলার সাজার অধীনে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর অর্থ প্রদান করার শর্তে বন্ড দিয়ে জামিনে বেরিয়ে আসেন তিনি। কিন্তু সুযোগ নেয়ার পরও দুর্ভাগ্যবশত তিনি ব্যাংকে কোনো অর্থ পরিশোধ করেন নি। তিয়াশা মিনি অটো রাইস মিল এর স্বত্বাধিকারী আশরাফুল আলম সেলিমের কাছে সুদে মূলে পদ্মা ব্যাংক পিএলসির পাওনা প্রায় আটাশ কোটি টাকা।
 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer