ফাইল ছবি
ভারত ও মিয়ানমার থেকে মোট দেড় লাখ মেট্রিক টন চাল কিনবে সরকার। এতে মোট ব্যয় হবে ৮৯৮ কোটি ৬২ লাখ টাকা।
বুধবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এসব প্রস্তাবে অনুমোদন দেয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের মের্সাস মন্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেডের কাছ থেকে প্যাকেজ-৩ এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল কেনা হবে।
খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে এই চাল আমদানির অনুমতি দেয়া হয়েছে। প্রতি মেট্রিক টনের মূল্য ধরা হয়েছে ৪৬৭.৭০ মার্কিন ডলার। এতে ব্যয় হবে ২৮০ কোটি ৬২ লাখ টাকা।
এছাড়া খাদ্য মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের ভিত্তিতে মায়ানমার থেকে জিটুজি পর্যায়ে ১ লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
মিয়ানমারের মিয়ানমার রাইস ফেডারেশন থেকে প্রতি মেট্রিক টন ৫১৫ মার্কিন ডলার দরে এ চাল কেনা হবে। এতে মোট ব্যয় হবে ৬১৮ কোটি টাকা।
বৈঠকে চাল ছাড়াও সার, চিনি ও মসুর ডাল কেনা অনুমোদেন দিয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে সম্পর্কের যে টানাপোড়েন চলছে সেটি রাজনৈতিক, বাণিজ্যে এর প্রভাব পড়বে না। ব্যবসায়ীরা যারা পণ্য বিক্রি করেন তারা রাজনীতিবিদের বক্তব্যে বিভ্রান্ত হয় না, তারা পণ্য বেচেন। যেখান থেকে বাংলাদেশ কম দামে পণ্য পাবে, সেখান থেকেই কিনবে।