Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪

রাজধানীতে চ্যারিটি বাজার উদ্বোধন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৩, ৭ ডিসেম্বর ২০২৪

প্রিন্ট:

রাজধানীতে চ্যারিটি বাজার উদ্বোধন

ছবি- সংগৃহীত

ফরেন সার্ভিস একাডেমিতে চলছে দিনব্যাপী ইন্টারন্যাশনাল চ্যারিটি বাজার। ফরেন অফিস স্পাউসেস অ্যাসোসিয়েশনের (ফোসা) উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। এই চ্যারিটি বাজার সবার জন্য উন্মুক্ত।

শনিবার ফরেন সার্ভিস একাডেমিতে এ চ্যারিটি বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। একদিনের এই মেলা চলবে রাত ৮টা পর্যন্ত।

চ্যারিটি বাজারে বাংলাদেশ, চীন, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, পাকিস্তান, রাশিয়া, ভুটান, ফিলিস্তিন, জাপান, দ. কোরিয়া প্রভৃতি দেশের স্টল বসেছে। ফোসার সামাজিক ও কল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে এ মেলার আয়োজন করা হয়েছে। চ্যারিটি বাজার থেকে অর্জিত অর্থ আর্তমানবতার সেবায় ব্যয় করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিচারপতি জিনাত আরা। এতে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফোসার প্রধান পৃষ্ঠপোষক জাহানারা সিদ্দিকী ও প্রেসিডেন্ট শায়লা পারভীন। অনুষ্ঠানে ঢাকার চীন, থাইল্যান্ড, দ. কোরিয়া, পাকিস্তান, জাপান, নেপালসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা যোগ দেন।

বিচারপতি জিনাত আরা বলেন, ফোসা একটি সামাজিক, কল্যাণমূলক অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন। আজকের মেলায় স্থানীয় নারী উদ্যোক্তাদের পাশাপাশি ১৬টি বিদেশি মিশন এবং ১টি আন্তর্জাতিক সংস্থার অংশগ্রহণ দেখতে পেরে আনন্দিত। তাদের এই স্বতঃস্ফূর্ত সমর্থন এবং সহযোগিতা মহৎ কাজেরই অংশ। এই সম্মিলিত প্রচেষ্টা শুধু ফোসার দাতব্য উদ্যোগকেই সমর্থন করে না, বরং আন্তর্জাতিকভাবে বন্ধুত্ব ও সাংস্কৃতিক বিনিময়কেও উৎসাহিত করে।

উদ্বোধনী অনুষ্ঠানের পর মেলায় যোগ দেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। তিনি মেলার বিভিন্ন স্টল প্রদর্শন করেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer