Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১৭ ১৪৩১, বুধবার ০১ জানুয়ারি ২০২৫

ব্যাংকখাতে ব্যর্থতার দায় কমবেশি সবার: গভর্নর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫২, ২৯ ডিসেম্বর ২০২৪

প্রিন্ট:

ব্যাংকখাতে ব্যর্থতার দায় কমবেশি সবার: গভর্নর

ফাইল ছবি

দেশের ব্যাংকিং ও আর্থিকখাতের দুরবস্থার জন্য একক কোনো দায়ী ব্যক্তি নয়, বরং অনেকের দায় আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

রোববার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) গোল্ডেন জুবিলি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

গভর্নর বলেন, ‌ব্যাংকখাতে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। আবার অন্য দিকে থেকে দেখলে এটাও বলতে হবে যে ব্যাংক খাত যতদূর এগোতে পারত বা পুরা আর্থিক খাতটাই যতদূর এগোতে পারত, সেটা আমরা পারিনি। আমাদের অনেক অর্জন সত্ত্বেও অনেক ব্যর্থতাও আছে।

তিনি বলেন, যাইহোক, এটার মূলে একক কোনো গোষ্ঠী বা ব্যক্তিত্ব নয়, এটার মূলে আমরা সবাই হয়তো ভিন্নভাবে কাজ করতে পারতাম। সবাই হয়তো নিজেদের জায়গা থেকে চেষ্টা চালাতে পারতাম। হয়তো ব্যত্যয় ঘটেছে হয়তো হয় নাই। সেই আত্মবিশ্লেষণ আমাদের করতে হবে।

বিজ্ঞাপন
ব্যাংকিং খাত দ্রুতই ঘুরে দাঁড়াবে জানিয়ে গভর্নর বলেন, এ খাত বিকশিত হবে। সেক্ষেত্রে আমানতকারী এবং বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer