ফাইল ছবি
মঙ্গলবার ব্যাংক হলিডে। এ উপলক্ষে ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। প্রতিবছরই ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে হয়ে থাকে। কারণ এদিন ব্যাংকগুলোর বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা হয়। যে কারণে এ দিনটিকে ‘ব্যাংক হলিডে’ হিসেবে ধরা হয়। এদিন বন্ধ থাকবে শেয়ারবাজারের লেনদেনও। তবে বাংলাদেশ ব্যাংকসহ সব বাণিজ্যক ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে।
সংশ্লিষ্টরা জানান, ৩১ জুলাই ওই দিন বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য ব্যাংক গ্রাহকদের সঙ্গে কোনো ধরনের লেনদেন বা দাপ্তরিক কার্যক্রম করে না। একইভাবে প্রতিবছর ৩১ জুলাইও ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়ে থাকে। ওই দিন ব্যাংকগুলো অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে। যে কারণে এ দিনটিকেও ‘ব্যাংক হলিডে’ হিসেবে ধরা হয়।
মঙ্গলবারের পরের দিন বুধবার যথারীতি সাধারণ নিয়মে খোলা থাকবে ব্যাংক ও পুঁজিবাজার। একই সূচিতে চলবে বাংলাদেশ ব্যাংকও।