ফাইল ছবি
দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় জীবন, সম্পদ ও গুরুত্বপূর্ণ দলিলের ক্ষতি প্রতিরোধে ব্যাংক ও ব্যাংকের সব স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সতর্কতামূলক ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় জীবন, সম্পদ ও গুরুত্বপূর্ণ দলিলাদির ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হচ্ছে। এ পরিস্থিতিতে তফসিলি ব্যাংকগুলোর ব্যবসা কেন্দ্রসহ সব স্থাপনার অগ্নিকাণ্ড প্রতিরোধের জন্য ব্যাংকে অগ্নি নির্বাপক ব্যবস্থা জোরদার করতে হবে।
প্রয়োজনে বিশেষজ্ঞ ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থার ত্রুটিবিচ্যুতি নিরূপণ করে সুপারিশ দেয়ার জন্য নির্দিষ্ট বিশেষজ্ঞ টিম নিয়োগ করতে হবে। এছাড়া স্মোক ও হিট ডিটেকশন সিস্টেম, ফায়ার অ্যালার্ম ও অগ্নি নির্বাপণ ব্যবস্থা কার্যকর রয়েছে কি না তা পরীক্ষণপূর্বক অগ্নিকাণ্ড প্রতিরোধের জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
আরও বলা হয়, স্মোক ও হিট ডিটেকশন সিস্টেম এবং ফায়ার অ্যালার্ম কার্যকরকরণ; ফায়ার হাইড্রেন্ট, স্প্রিংকলার হেড ও ফায়ার এক্সটিংগুইসার স্থাপন; অগ্নি নির্বাপণ অনুশীলন আয়োজন এবং সচেতনতামূলক প্রশিক্ষণ আয়োজন; এবং অগ্নি নির্বাপণ ব্যবস্থা পরীক্ষণের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর বা বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের মাধ্যমে সার্ভে করতে তাদের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এছাড়া ব্যাংকের স্পর্শকাতর স্থানগুলোতে (সার্ভার কক্ষ ও প্রধান কার্যালয়ের আইটিসহ গুরুত্বপূর্ণ বিভাগ) বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং ব্যাংকের প্রধান কার্যালয়সহ শাখা অফিসে গুরুত্বপূর্ণ স্থানে সার্বক্ষণিক সিসি ক্যামেরায় পর্যবেক্ষণের আওতায় রাখতে হবে।
এ সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।