Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ২৪ ১৪৩১, বুধবার ০৮ জানুয়ারি ২০২৫

দেশে বেকার বেড়েছে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:২৪, ৬ জানুয়ারি ২০২৫

প্রিন্ট:

দেশে বেকার বেড়েছে

ফাইল ছবি

দেশে বেকার জনগোষ্ঠীর সংখ্যা বেড়েছে। গত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে দেশে বেকার মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ লাখ ৬০ হাজার। বছর ব্যবধানে বেড়েছে ১ লাখ ৭০ হাজার। বেকারত্বের হার ৪ দশমিক ৪৯ শতাংশ।

সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত ২০২৪ সালের জুলাই-সেপ্টেম্বর সময়ের ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এতে বলা হয়, বেকারের এই নতুন হিসাবটি ১৯তম আইসিএলএস (পরিসংখ্যানবিদদের আন্তর্জাতিক সম্মেলন) অনুযায়ী প্রস্তুত করেছে বিবিএস। এই পদ্ধতি অনুসারে যারা উৎপাদনমূলক কাজে নিয়োজিত থাকেন, কিন্তু বাজারে পণ্য বা সেবা বিক্রি করেন না, তারা কর্মে নিয়োজিত নন হিসেবে ধরা হয়। তারা বেকার জনগোষ্ঠী হিসেবে বিবেচিত হন। এবারই প্রথমবারের মতো এভাবে হিসাব করেছে বিবিএস।

১৯তম আইসিএল অনুযায়ী, বর্তমানে দেশে মোট বেকারের সংখ্যা ২৬ লাখ ৬০ হাজার। ২০২৩ সালের একই সময়ে এ সংখ্যা ছিল ২৪ লাখ ৯০ হাজার। সে হিসাবে এক বছরের ব্যবধানে দেশে বেকার মানুষের সংখ্যা বেড়েছে ১ লাখ ৭০ হাজার।
 
বিবিএসের হিসাব অনুসারে, গত সেপ্টেম্বর মাস শেষে দেশে পুরুষ বেকারের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৯০ হাজার, আর নারী বেকার ৮ লাখ ৭০ হাজার। বেকারত্বের হার ৪.৪৯ শতাংশ। এরমধ্যে পুরুষ বেকারত্বের হার ৩.৮১ ও নারী বেকারত্বের হার ৭.১৬ শতাংশ। আর ২০২৩ সালের একই সময়ে এ হার ছিল ৪.০৭ শতাংশ, যেখানে পুরুষ ছিল ৩.৪৬ ও নারী ৬.১৫ শতাংশ।

বিবিএসের জরিপে বলা হয়েছে, সার্বিকভাবে বেকার জনগোষ্ঠী মূলত তারাই, যারা জরিপের আগের সাত দিন সময়ে এক ঘণ্টাও কোনো কাজ করেনি, কিন্তু কাজ করার জন্য প্রস্তুত ছিল। একই সঙ্গে তারা জরিপের পরের দুই সপ্তাহেও কাজের জন্য প্রস্তুত ছিল। এ ছাড়া বিগত ৩০ দিনে বেতন বা মজুরি অথবা মুনাফার বিনিময়ে করার জন্য কোনো না কোনো কাজ খুঁজেছেন, এমন ব্যক্তিরা বেকার হিসেবে বিবেচিত হয়েছেন।

আর ১৩তম আইসিএলএস পদ্ধতি অনুযায়ী, গত সেপ্টেম্বর প্রান্তিক শেষে দেশে বেকার জনগোষ্ঠী ২৫ লাখ ৫০ হাজার। এরমধ্যে পুরুষ বেকারের সংখ্যা ১৭ লাখ ২০ হাজার, আর নারী বেকার ৮ লাখ ৩০ হাজার। বেকারত্বের হার ৩.৬৪।
 
এদিকে, দেশের মোট শ্রমশক্তির পরিমাণ ৫ কোটি ৯১ লাখ ৮০ হাজার জন নারী-পুরুষ বলেও জানিয়েছে বিবিএস। ১৯তম আইসিএল অনুযায়ী এ হিসাবে পুরুষের সংখ্যা ৪ কোটি ৭০ লাখ ৩০ হাজার ও নারীর সংখ্যা ১ কোটি ২১ লাখ ৫০ হাজার।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer