Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ১৬ ১৪৩১, রোববার ০২ মার্চ ২০২৫

যমুনা সার কারখানায় যান্ত্রিক ত্রুটি : উৎপাদন বন্ধ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৬, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

প্রিন্ট:

যমুনা সার কারখানায় যান্ত্রিক ত্রুটি : উৎপাদন বন্ধ

ফাইল ছবি

দেশের বৃহৎ (দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন) ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ রাখা হয়েছে।

বুধবার সন্ধ্যার দিকে এ্যামোনিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে উৎপাদন বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন কারখানার প্রশাসন জিএম দেলোয়ার হোসেন

১৩ মাস ২৩ দিন কারখানার উৎপাদন বন্ধ থাকার পর রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে গ্যাসে সংকটের দায় দিয়ে ৬০ ভাগ হারে উৎপাদন শুরু হলেও ৪ দিন যেতে না যেতেই যান্ত্রিক ত্রুটির কারণে ফের উৎপাদন বন্ধ হলো।

যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবু সালেহ্ মুহা. মোসলেহ উদ্দীন জানান, এ্যামোনিয়া প্ল্যান্টের ভাল্বে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় কারখানার উৎপাদন বন্ধ করা হয়েছে।

তিনি বলেন, বুধবার সন্ধ্যা ৭টার দিকে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে আমরা কারখানার উৎপাদন বন্ধ করে দেই। দ্রুত মেরামত কাজ চলছে। কাজ শেষ হলেই যে কোনো সময় আমরা ফের উৎপাদনে যেতে সক্ষম হবো।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer