Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৬ ১৪৩১, সোমবার ৩১ মার্চ ২০২৫

শুক্রবার সীমিত পরিসরে খোলা থাকবে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:১১, ২৭ মার্চ ২০২৫

প্রিন্ট:

শুক্রবার সীমিত পরিসরে খোলা থাকবে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক

ফাইল ছবি

এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের ঈদুল ফিতরের আগে বেতন ভাতা উত্তোলনের সুবিধার্থে শুক্রবার রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক সীমিত পরিসরে খোলা থাকবে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। ব্যাংকগুলোর মধ্যে রয়েছে– সােনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক এবং রূপালী ব্যাংক।

এতে বলা হয়, ‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের ঈদুল ফিতরের আগে বেতন–ভাতাদি উত্তোলনের জন্য রাষ্ট্রীয় চার ব্যাংকের সংশ্লিষ্ট শাখা পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে শুক্রবার সীমিত সংখ্যক লােকবলের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা দেয়া হলাে।

ব্যাংক লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। আর অফিস সূচি হবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

লেনদেন পরবর্তী বাকি সময় অফিসের আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনা হবে। এ সময়ের মধ্যে জুমাতুল বিদার বিরতি থাকবে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত।

ছুটির দিন দায়িত্ব পালনকারী কর্মকর্তা–কর্মচারীরা বিধি অনুযায়ী ভাতা পাবেন বলে জানানো হয় নির্দেশনায়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer