
ফাইল ছবি
বকেয়া বিলের কিছুটা পরিশোধ হওয়ায় আবারও বাংলাদেশে পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে ভারতীয় পাওয়ার সাপ্লাই প্রতিষ্ঠানি আদানি পাওয়ার লিমিটেড। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) জানিয়েছে, নিয়মিত ফি পরিশোধ করায় আদানি গ্রুপ আবার বিদ্যুৎ দিতে শুরু করেছে।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, কতটাকা পরিশোধ করা হচ্ছে সে বিষয়ে জানায়নি বিপিডিবি। তবে আগে বকেয়ার পরিমাণ ছিল ৮৫০ মিলিয়ন ডলার, এখন তা দাঁড়িয়েছে ৮০০ মিলিয়ন ডলারে।
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাতকারে বিপিডিপির চেয়ারম্যান রিয়াজুল করিম বলেন, ‘আমরা এখন আদানিকে নিয়মিত ফি দিচ্ছি এবং আমাদের প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছি।’ তাদের দেওয়া তথ্য অনুযায়ী দুই সপ্তাহেরও বেশি সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বাড়িয়েছে আদানি গ্রুপ।
ভারতের ঝাড়খণ্ডের গোড্ডা জেলার ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতাসম্পন্ন যে বিদ্যুৎ কেন্দ্রটি আদানি গ্রুপ নির্মাণ করেছে, সেটি তৈরির এক মাত্র উদ্দেশ্য বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ। ২০১৭ সালে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ সংস্থা বাংলাদেশ পাওয়ার ডেভেলেপমেন্ট কর্পোরেশনের সঙ্গে (বিপিডিসি) একটি চুক্তি করেছিল আদানি গ্রুপ।তবে ২০২৪ সালের আগস্টে বাংলাদেশের সরকার পরিবর্তনের পর সরবরাহ ব্যহত হয়। বিল বকেয়ার অভিযোগ এনে চুক্তির শর্তের তুলনায় অর্ধেক বিদ্যুৎ সরবরাহ করে তারা। প্রায় চারমাস পর আবারও পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে তারা।