Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩২, শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫

বোরো মৌসুমের ধান-চালের সংগ্রহ মূল্য নির্ধারণ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৪২, ৯ এপ্রিল ২০২৫

প্রিন্ট:

বোরো মৌসুমের ধান-চালের সংগ্রহ মূল্য নির্ধারণ

ফাইল ছবি

চলতি ২০২৪-২৫ অর্থবছরের বোরো মৌসুমে ধান, চাল ও গমের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার। আগামী ২৪ এপ্রিল থেকে ৩১ আগস্ট পর্যন্ত ধান-চাল সংগ্রহ করা হবে।

বুধবার খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে চলতি বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহ নিয়ে ব্রিফকালে খাদ্য ও ভূ‌মি উপ‌দেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, গতবারের তুলনায় কেজি প্রতি ৪ টাকা বেশিতে ধান ও সিদ্ধ চাল কেনা হবে।

তিনি বলেন, চলতি বোরো মৌসুমে ৩৬ টাকা কেজি দরে সাড়ে ৩ লাখ টন ধান কেনা হবে। আর ৪৯ টাকা কেজি দরে কেনা হবে ১৪ লাখ টন সিদ্ধ চাল।

এছাড়া সরকার ৩৬ টাকা কেজি দরে গম ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান খাদ্য উপদেষ্টা।অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে ধান-চাল সংগ্রহের যে লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে তাতে কোন ধরনের খাদ্য সংকট দেখা দেবে না।

কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আর অন্যবারের চেয়েও এবছর ধানের উৎপাদন বেশি হবে। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer