ছবি- পিআইডি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রাষ্ট্রপতি হিসেবে এটিই তার শেষ সমাবর্তনে অংশগ্রহণ। তাই শিক্ষক-শিক্ষার্থীদের দলীয় লেজুড়বৃত্তির ঊর্ধ্বে উঠে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়সমূহের আচার্য ও রাষ্ট্রপতি আবদুল হামিদ।শনিবার জাবির ষষ্ঠ সমাবর্তনে বক্তব্য দেন তিনি।
রাষ্ট্রপতি তার বক্তব্যের শুরুতে বলেন, দেশের বেশির ভাগ বিশ্ববিদ্যালয়েই আইনের অপব্যবহার করে একটা শ্রেণি নিজেদের সুযোগ-সুবিধা ও আখের গোছাতেই বেশি ব্যস্ত থাকেন। তারা ক্ষমতা ধরে রাখতে বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের ব্যবহার করতেও কুণ্ঠাবোধ করেন না।
আবদুল হামিদ আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষকদের সামাজিক মর্যাদা অনেক ঊর্ধ্বে। কিন্তু কিছু ব্যক্তির অপকর্ম ও অদক্ষতা গোটা শিক্ষক সমাজের মর্যাদাকে ম্লান করছে।
সমাবর্তন অনুষ্ঠানের গাউন-টুপির বিষয়ে রাষ্ট্রপতি বলেন, ‘এই যে অনুষ্ঠানের জন্য যে ক্যাপ বা টুপি দিয়েছেন, এটি মাথায় রাখলে ব্যথা উঠে যায়; আর গাউন তো আছেই। রোদের মধ্যে গায়ে রাখলে সবারই কষ্ট হয়। শিক্ষার্থীদেরও কষ্ট হচ্ছে তারপরও কিছুই করাই নেই। আমার মনে হয়, আপনারা সবাই মানে সব বিশ্ববিদ্যালয়ে মিলে এবং শিক্ষা মন্ত্রণালয় মিলে বাংলাদেশের আবহাওয়া উপযোগী ক্যাপ ও গাউন বানানোর বিষয়ে চিন্তাভাবনা করে দেখেতে পারেন। আসলে খুবই একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে আছি। যদি পৌষ মাসের শীত থাকতো তাহলে চলত। এখন তো ফেব্রুয়ারি মাস।’
তিনি বলেন, ‘আমি তো আর সময় পাব না। কারণ এটাই আমার শেষ সমাবর্তনে অংশগ্রহণ।’