Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ৯ ১৪৩১, বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫

মুকুল নিকেতনকে দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠানে রুপান্তরের আহ্বান আমিনুল হক শামীমের

মোঃ নজরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩৭, ১ জুলাই ২০২৩

প্রিন্ট:

মুকুল নিকেতনকে দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠানে রুপান্তরের আহ্বান আমিনুল হক শামীমের

ছবি- সংগৃহীত

দেশের ঐতিহ্যবাহী শিক্ষা  প্রতিষ্ঠান ময়মনসিংহের মুকুল নিকেতন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রথম সভা শনিবার (০১) জুলাই দুপুরে নবনির্বাচিত সভাপতি মোঃ আমিনুল হক শামীম সিআইপির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এর পূর্বে  ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন পুনরায় নির্বাচিত সভাপতিকে।  

সভায় সভাপতি আমিনুল হক শামীম শিক্ষার গুণগত  মান আরো বৃদ্ধির মাধ্যমে একটি আদর্শ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে আন্তরিকতার সাথে কাজ করার জন্য ম্যানেজিং কমিটির সদস্যসহ শিক্ষক মন্ডলীগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। 

মুকুল নিকেতনের প্রধান শিক্ষক মোঃ শামছুল আলমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মফিজুল ইসলাম, বনানী সরকার, আনোয়ারা সুলতানা, মোঃ নাসির উদ্দিন রুবেল, আমানুল ইসলাম জলিল, এম আরিফ উল্লাহ খান বাপ্পি, নিতাই চন্দ্র দে, হোসনে আরা লাবনী ও অরবিন্দ সরকার। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer