Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ২ ১৪৩১, শনিবার ১৫ ফেব্রুয়ারি ২০২৫

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে তৃতীয়বার শীর্ষে বশেমুরকৃবি

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৭, ১ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ২৩:৩৭, ১ সেপ্টেম্বর ২০২৩

প্রিন্ট:

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে তৃতীয়বার শীর্ষে বশেমুরকৃবি

ফাইল ছবি

দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক মূল্যায়নে গাজীপুরস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) টানা তৃতীয়বারের মতো শীর্ষস্থান অর্জন করেছে।

গত ৩১ আগস্ট বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এ সংক্রান্ত সুসংবাদটি আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়কে জানানো হয়। বশেমুরকৃবি’র ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া জানান, সরকারের মন্ত্রী পরিষদ বিভাগ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক নির্ধারিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় কৌশলগত উদ্দেশ্যসমূহ; জাতীয় শুদ্ধাচার কর্মপরিকল্পনা; ই-গভর্ন্যান্স/উদ্ভাবন; অভিযোগ প্রতিকার ব্যবস্থা, সেবা প্রদান প্রতিশ্রুতি ও তথ্য অধিকার কর্মপরিকল্পনাসহ ৫টি বিষয়ে নির্ধারিত ১০০ স্কোরের মধ্যে দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে এবার পুরোপুরি শতভাগ স্কোর (১০০) অর্জন করেছে। এরপর, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে, যথাক্রমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (৯৭.৯১) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (৯৫.৯৭)। এর আগে, গত ২০২০-২০২১ ও ২০২১-২০২২ অর্থ বছরেও এপিএ বাস্তবায়নে এ বিশ্ববিদ্যালয়টি যথাক্রমে, ৯৮.৩৮ ও ৯৯.৪ নম্বর পেয়ে শীর্ষস্থান অর্জন করেছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় পরিবার ইউজিসি প্রণীত এপিএ মূল্যায়নের এ ধারবাহিক সাফল্যে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। অসামান্য এ অর্জনে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সকলের নিরলস প্রচেষ্টা, ও

সর্বাত্মক সহযোগীতার জন্য সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া। সংশ্লিষ্ট সকলের ধারাবাহিক প্রচেষ্টা ও আন্তরিক সহযোগীতা বিশ্ববিদ্যালয়ের এ অনন্য অর্জনের মূলভিত্তি বলে তিনি উল্লেখ করেন। আগামী দিনগুলোতেও বশেমুরকৃবি’র উত্তরোত্তর সাফল্য ও উৎকর্ষতার ক্ষেত্রে এ ধরনের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer