ছবি: বহুমাত্রিক.কম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক মান নিশ্চিতকরণ সেল (আইকিউএসি) কতৃর্ক আয়োজিত শুদ্ধাচার সংক্রান্ত চারটি মতবিনিময় সভা আইকিউএসি সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।
গত সোমবার ও মঙ্গলবার সকালে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা (২০২৩-২৪) এর অংশ হিসেবে অনুষ্ঠিত সভায় পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. মোতাহার হোসেন সভাপতিত্ব করেন। সভায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সভার উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ।
সভার প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে বশেমুরকৃবি শ্রেষ্ঠত্ব অর্জন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। বিশ্ববিদ্যালয়ের এ জয়যাত্রা অব্যাহত রাখার চ্যালেঞ্জ গ্রহণ করে আগামী দিনগুলোতে আরো দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সকলের প্রতি আহবান জানান। উদ্বোধনী সভা সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. আসিফ রেজা অনীক এবং জাতীয় শুদ্ধাচার কর্মপরিকল্পনা বিস্তারিত উপস্থাপন করেন এপিএ বাস্তবায়ন টিমের ফোকাল পয়েন্ট ও উপ—রেজিস্ট্রার মোঃ আবু আল বাশার। মতবিনিময় সভাসমূহে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, শাখা ও দপ্তরসমূহের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।