Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ২১ ১৪৩১, মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫

‘শিক্ষায় বিনিয়োগের চেয়ে বড় কোন বিনিয়োগ হতে পারে না’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩১, ২২ নভেম্বর ২০২৩

প্রিন্ট:

‘শিক্ষায় বিনিয়োগের চেয়ে বড় কোন বিনিয়োগ হতে পারে না’

ছবি: বহুমাত্রিক.কম

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বলেছেন, শিক্ষায় বিনিয়োগের চেয়ে বড় কোন বিনিয়োগ হতে পারে না। তিনি বশেমুরকৃবি’র ২৬তম বিশ্ববিদ্যালয় দিবসের আনন্দঘন এ অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় মেধাবী শিক্ষার্থীদের দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক বিশ্বে ছড়িয়ে পড়ার আহবান জানান। বিশ্ববিদ্যালয় দিবসের প্রাণবন্ত ও সুশৃঙ্খল এমন মহতি অনুষ্ঠানে তিনি উপস্থিত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন।

বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৬তম প্রতিষ্ঠা দিবস প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। বর্ণাঢ্য আয়োজন ও উৎসবের মধ্য দিয়ে দিবসের শুরুতে শান্তির প্রতীক কবুতর ও রং- বেরঙের বেলুন উড়িয়ে দিবসটির শুভ সূচনা করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, ট্রেজারারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এরপরই (ইউজিসি) চেয়ারম্যান ও ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিবৃন্দের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ শেষে বেগম সুফিয়া কামাল অডিটরিয়ামে এসে সমাপ্ত হয়। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়ার সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর প্রধান অতিথি এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সিরাজুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. অহিদুজ্জামান। বিশ্ববিদ্যালয়ের বিগত ২৬ বছরের সাফল্য ও অর্জনের ডকুমেন্টারি উপস্থাপনা করেন পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মো. আবিয়ার রহমান। পরে অনুষদীয় ডীনগণ অনুষদীয় পরিচিতিমূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ পাঁচজন শিক্ষককে গবেষণা সম্মাননা ২০২৩ প্রদান করা হয়। 

বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানের সভাপতি ও ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া বিশ্ববিদ্যালয় পরিবার, গবেষণায় বিশেষ পুরস্কার প্রাপ্ত শিক্ষকবৃন্দসহ উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ভাইস-চ্যান্সেলর বলেন, এ বিশ্ববিদ্যালয় ৭৭টি নতুন উন্নত জাত ও ১৬টি নতুন প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে কৃষি গবেষণায় এক অনন্য সাফল্য অর্জন করেছে। আলোচনা অনুষ্ঠান শেষে নবনির্মিত কৃষি অনুষদ ভবন প্রাঙ্গনে উদ্ভাবনী প্রযুক্তি মেলা ২০২৩ উদ্বোধন করা হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer