ছবি- সংগৃহীত
বর্ণাঢ্য শোভাযাত্রা, জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তলন, বেলুন উড়ানোসহ নানা আয়োজনের মাধ্যমে গত শনিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ বিজ্ঞান একাডেমী ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এবং যবিপ্রবির সার্বিক সহযোগিতায় বিজ্ঞান অলিম্পিয়াডের শুভ উদ্বোধন করেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনিছুর রহমান। যবিপ্রবির কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
যশোরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান অলিম্পিয়াডের পরীক্ষা ও সমাপনি অনুষ্ঠান যবিপ্রবির শেখ মুজিব একাডেমিক ভবনের কেন্দ্রীয় গ্যালারিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনিছুর রহমান। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনিছুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা এমন একটি বিশ্ববিদ্যালয়ে এসে বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছো যেটি ইতোমধ্যে বিশ্বে গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত। এখানে এসে তোমরা বিজ্ঞানে দিকে আরও মনোযোগী হবে। তোমরা ভালোভাবে পড়াশোনা করো যাতে তোমরা বিজ্ঞানে ভালো করতে পারো। এই অনুষ্ঠান তোমাদের বিজ্ঞানের প্রতি আরও ভালোবাসা বাড়বে বলে মনে করি।
বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাফিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যবিপ্রবির ডিনস কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ, রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. মো. কোরবান আলি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক যশোর ব্রাঞ্চের অফিসার মো. মেহেদী হাসান ফিরোজ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণিত বিভাগের চেয়ারম্যান ড. মো. জহুরুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মো. মাসুম বিল্লাহ, সহযোগী অধ্যাপক ড. কে. এম. আনিস-উল-হক, সহকারী অধ্যাপক ড. মো. ফরহাদ বুলবুল, প্রভাষক ইসরাত জাহান, দেবাশিষ রায়, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক দীপা রায় ও প্রভাষক জে. আর. এম বোরহান।