Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩১ ১৪৩১, মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪

আরো যে ৫ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসির নিয়োগ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:১২, ৫ সেপ্টেম্বর ২০২৪

প্রিন্ট:

আরো যে ৫ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসির নিয়োগ

ফাইল ছবি

দেশের আরও পাঁচ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এগুলোর মধ্যে রয়েছে- খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।

রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপ-সচিব মো. শাহীনুর ইসলামের সই করা আলাদা প্রজ্ঞাপনে তাদের নিয়োগ দেয়া হয়।

নিয়োগ পাওয়া পাঁচজনের মধ্যে- কুয়েটের মেকানিক্যাল ইঞ্জনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে কুয়েটে উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি ও কেমিক্যাল বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলকে নোবিপ্রবির উপাচার্য, রাবির পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সালেহ হাসান নকীবকে একই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শেকৃবির এনটোমলজি বিভাগের প্রফেসর ড. মো. আব্দুল লতিফকে একই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাবির দর্শন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানকে একই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।  
 

পাঁচটি শর্তে পাঁচ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের নিয়োগ হয়েছে। এগুলো হলো:
 
> ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে।
 
> ভাইস চ্যান্সেলর পদে তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতাদি পাবেন।
 
> বিধি অনুযায়ী ভাইস চ্যান্সেলর পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্য সুবিধা ভোগ করবেন।
 
> বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন।
 
> রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer