ছবি: বহুমাত্রিক.কম
‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করেছে গাজীপুরের শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ।
৫ অক্টোরবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের এই আয়োজন পরিণত হয় কলেজের বর্তমান ও সাবেক শিক্ষকদের মিলনমেলায়। বর্ণাঢ্য শোভাযাত্রার নেতৃত্বে ও শিক্ষার মানোন্নয়নে আলোচনায় সভাপতিত্ব করেন শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক পিয়ারা নার্গিস।
সভাপতির বক্তব্যে অধ্যাপক পিয়ারা নার্গিস বলেন, ‘বিশ্বের সবচেয়ে উন্নত শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে গড়ে তোলার লক্ষ্যে অত্যাধুনিক কারিকুলাম প্রবর্তন সহ শিক্ষার মনোনয়নে শিক্ষকদের কাঙ্ক্ষিত মর্যাদা বৃদ্ধির বিকল্প নেই। কলেজ অধ্যক্ষ কলেজের গৌরব অক্ষুন্ন রাখতে প্রতি বছর বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের আহ্বান জানান।