Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ৩ ১৪৩১, শনিবার ১৯ অক্টোবর ২০২৪

সোনালী ব্যাংকের সিনিয়র অফিসারের পরীক্ষার সূচি প্রকাশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫২, ১৯ অক্টোবর ২০২৪

আপডেট: ১৫:৫৩, ১৯ অক্টোবর ২০২৪

প্রিন্ট:

সোনালী ব্যাংকের সিনিয়র অফিসারের পরীক্ষার সূচি প্রকাশ

ফাইল ছবি

ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের তত্ত্বাবধানে সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার (আইন) পদের লিখিত পরীক্ষা ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগ–সংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুই ঘণ্টাব্যাপী ২০০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ২১২।

অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। ওই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে পরীক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা শুরুর পর কোনো পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। প্রবেশপত্র ছাড়া কোনো কাগজ, বই, মানিব্যাগ, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক কার্ড, ডিজিটাল/স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিকস ডিভাইস নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না।

পরীক্ষার বিস্তারিত সূচি এই লিংকে দেখা যাবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer