Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১২ ১৪৩১, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪

নজরুল বিশ্ববিদ্যালয়ে অষ্টাদশ ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৭, ৪ নভেম্বর ২০২৪

প্রিন্ট:

নজরুল বিশ্ববিদ্যালয়ে অষ্টাদশ ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন

ছবি: বহুমাত্রিক.কম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ (অষ্টাদশ ব্যাচ) শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের ‘গাহি সাম্যের গান’ মঞ্চে আয়োজিত আলোচনা সভা ও পরিচিতি অনুষ্ঠানের মধ্য দিয়ে সহস্রাধিক নবীন শিক্ষার্থীদের নজরুল তীর্থে বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। ওরিয়েন্টেশন বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উাপাচার্য প্রফেসর ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। 

অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম জুলাই’২৪ আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন ও তাঁদের স্মৃতির উদ্দেশে সম্মান জানিয়ে এক মিনিট নীরাবতা পালন করেন। এসময় তিনি আন্দোলনে আহত সকলের সুচিকিৎসার দাবি জানান।

আগত নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা যারা বিদ্রোহী কবির স্মৃতিধন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছ আমি মনে করি তোমরা অসংখ্য ছাত্রছাত্রীর মধ্যে গর্বিত। তোমরা গর্বের অংশীদার।

একাডেমিক শিক্ষার পাশাপাশি নিজেকে পরিপূর্ণ হিউম্যান ক্যাপিটাল হিসেবে যদি দাঁড় করাতে হয় তাহলে সোশাল ক্যাপিটালেরও বিকল্প নেই মন্তব্য করে তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় হলো শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক চর্চার কেন্দ্রবিন্দু। এখান থেকে যেমন অনেক ইতিবাচক দিক জানার যেমন সুযোগ আছে তেমনি আবার নিজেকে নিয়ন্ত্রণ না করার কারণে অনেক নেতিবাচক দিকও চলে আসতে পারে। তাই যারা এখানে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছ তারা একাডেমিক শিক্ষার পাশাপাশি নিজেকে নিয়ন্ত্রণে রেখে ক্রিয়াশীল সংগঠনগুলোর সঙ্গে যুক্ত হবে।

নবীন শিক্ষার্থীদের যেকোনো সমস্যা ও সংকটে বিশ^বিদ্যালয় প্রশাসন সদা তৎপর থাকবে বলেও উপাচার্য জানান।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে ওরিয়েন্টেশন বক্তা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উাপাচার্য প্রফেসর ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, আজ এখানে যারা ভর্তি হয়েছে তাদের গন্তব্য শুধু নজরুল বিশ^বিদ্যালয় কিংবা বাংলাদেশ নয়। তোমাদের লক্ষ্য হবে গোটা বিশ্ব। পুরো বিশ্বকে জয় করার স্বপ্ন তোমাদের দেখতে হবে। কেননা বিশ্ব এখন তোমাদের হাতের মুঠোয়। আর এই লক্ষ্য পূরণে শিক্ষার্থীদের পরিশ্রম ও সততার সঙ্গে নিজেকে গড়ে তুলতে হবে বলে তিনি জানান।

ওরিয়েন্টেশন আয়োজক কমিটি-২০২৪-এর আহবায়ক ও কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদার সভাপতিত্বে আলোচনা সভা ও পরিচিতি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, ব্যাবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। ধন্যবাদ জ্ঞাপন করেন ওরিয়েন্টেশন আয়োজক কমিটি-২০২৪-এর সদস্য-সচিব ও বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ. এইচ. এম. কামাল। সঞ্চালনা করেন ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান রায়হানা আক্তার। এসময় চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. তপন কুমার সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. বখতিয়ার উদ্দিন, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ মঞ্চে উপস্থিত ছিলেন। এসময় মঞ্চের সামনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, দপ্তর প্রধান, কর্মকর্তা, কর্মচারী, অভিভাবক ও ছাত্রছাত্রীরা। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer