ছবি- সংগৃহীত
শনিবার সকালে ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদী বলেছেন সুষ্ঠু শিক্ষার মাধ্যমে প্রতিটি ক্ষেত্রেপরিবর্তন ঘটাতে হবে। তিনি ভালোবাসার মাধ্যমে শান্তি নিশ্চিত করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়েছেন।
এতে প্রধান আলোচক ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. গাজী মো: সাইফুজ্জামান, গেস্ট অফ ওনার ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম।
বিশ্ববিদ্যালয় পরিক্রমার প্রধান সম্পাদক হারুন অর রশিদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আবু তাহের, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর অধ্যাপক ড. মো: রিয়াদ তানসেন,অধ্যাপক মোসাঃ তাসলিমা বেগম, বিশ্ববিদ্যালয় পরিক্রমার সহকারি ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সিদ্দিকুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ বিভাগের জিপিএ-৫ প্রাপ্ত দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। প্রতিবছরের মতো এবছরও বিশ্ববিদ্যালয় পরিক্রমা তাদের নিয়ে সংবর্ধনা প্রদান, শিক্ষা ও সাংস্কৃতিক, মাদক নির্মূলে করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করে।