ছবি: বহুমাত্রিক.কম
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে "ডাটা সায়েন্স ; ভবিষ্যতের পেশা ও সুযোগসমূহ" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ক্যারিয়ার ক্লাব এবং ডাটা সলিউশন-৩৬০ এর যৌথ উদ্যোগে সোমবার বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের এ সেমিনার হয়।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডাটা সলিউশন-৩৬০ এর ফাউন্ডার নাজমুস সাকিব৷ সভাপতিত্ব করেন ক্যারিয়ার ক্লাবের সভাপতি তাহমিদ আলিফ। বক্তব্য রাখেন আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. জিয়াউর রহমান, হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক আবদুল হালিম ও আইসিটি বিভাগের মেহেদী হাসান।
সেমিনার সঞ্চালনা করেন মাভাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের সাধারণ সম্পাদক হ্যাপি আক্তার এবং এক্সিকিউটিভ অব পাবলিক রিলেশন রিফাত আহমেদ। সেমিনারের এক পর্যায়ে ক্যারিয়ার ক্লাব এবং ডাটা সলিউশন ৩৬০ এর মধ্যে একটি এমওইউ স্বাক্ষর হয়। বক্তারা এই চুক্তির মাধ্যমে পরস্পরের মধ্যে সহযোগিতার সম্পর্ক বৃদ্ধি পাবে আশাবাদ ব্যক্ত করেন।
সেমিনারে ক্যারিয়ার ক্লাবের সভাপতি তাহমিদ আলিফ বলেন, একুশ শতকের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো তথ্য আর তথ্যের বিশ্লেষণ দক্ষতা আমাদের ক্যারিয়ার জীবনকে এগিয়ে রাখবে। ডাটা সায়েন্স সিদ্ধান্ত গ্রহণের জন্য ডেটা বিশ্লেষণ করে মূল্যবান তথ্য প্রদান করে। এটি ব্যবসায়িক কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি করতে সহায়তা করে এবং খরচ কমানোর উপায় নির্দেশ করে। স্বাস্থ্যসেবায় রোগ নির্ণয় এবং চিকিৎসার মান উন্নত করতে ডাটা সায়েন্স ব্যবহার করা হয়।
তিনি বলেন, মেশিন লার্নিংয়ের মাধ্যমে এটি স্বয়ংক্রিয় সিস্টেম তৈরি করে, যা ভবিষ্যতের প্রবণতা পূর্বাভাস করতে পারে। গবেষণা এবং উদ্ভাবনে ডাটা সায়েন্স নতুন দিক উন্মোচন করে। ডাটা সায়েন্স একটি বহুমুখী শাখা যেখানে পরিসংখ্যান, প্রোগ্রামিং, ডেটা অ্যানালাইসিস এবং মেশিন লার্নিং ব্যবহার করে ডেটা থেকে গুরুত্বপূর্ণ তথ্য আহরণ করা হয়। এটি বিভিন্ন ধরণের ডেটা নিয়ে কাজ করে এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য ইনসাইট তৈরি করে।
সেমিনারে হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক প্রভাষক আবদুল হালিম বলেন, ডাটা সায়েন্সের মাধ্যমে ভবিষ্যতের পূর্বাভাস দেওয়া সম্ভব, যা ব্যবসা, স্বাস্থ্যসেবা, এবং প্রযুক্তি খাতে বিপ্লব ঘটাচ্ছে। এই শাখার মূল উপাদান হলো ডেটা মাইনিং, ডেটা ভিজুয়ালাইজেশন, এবং অ্যালগরিদম ডিজাইন। ডাটা সায়েন্টিস্টদের দক্ষতা অর্জনে প্রোগ্রামিং ভাষা, পরিসংখ্যান এবং ডেটাবেস ব্যবস্থাপনা অপরিহার্য। মেশিন লার্নিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার উদ্ভাবনে ডাটা সায়েন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি সমস্যার সৃজনশীল সমাধান এবং স্বয়ংক্রিয় সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তৈরি করে। বর্তমানে ডাটা সায়েন্স চাকরির বাজারে চাহিদাসম্পন্ন একটি ক্ষেত্র। প্রযুক্তিগত উৎকর্ষতার সঙ্গে এই শাখার গুরুত্ব দিন দিন বাড়ছে।
সেমিনারে মাভাবিপ্রবির বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থী এবং মাভাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের এক্সিকিউটিভ সদস্যগণ অংশগ্রহণ করেন ।