ছবি: বহুমাত্রিক.কম
দেশের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ময়মনসিংহ নগরীর নাসিরাবাদ কলেজে অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে কলেজ প্রাঙ্গণে নবীন শিক্ষার্থীদের বরণে আকর্ষণীয় মনোজ্ঞ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের শিক্ষক সমাজের অত্যন্ত জনপ্রিয় নেতা শিক্ষক-কর্মচারী ঐক্যজোট কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া। তিনি বিশ্বের সাথে তাল মিলিয়ে মানসম্পন্ন লেখাপড়ায় মনোযোগী হওয়ার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান।
নাসিরাবাদ কলেজ ময়মনসিংহর গভর্নিং বডির সভাপতি অধ্যাপক শেখ আমজাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য পেশ করেন নাসিরাবাদ কলেজের অধ্যক্ষ আহমেদ শফিক, আয়োজন কমিটির আহ্বায়ক মোঃ লুৎফর রহমান আকন্দ প্রমূখ ।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এ. টি. এম. শফিকুল ইসলাম ও বাংলা বিভাগের প্রভাষক তানজিনা এলিন ।
২০২৪-২৫ সেশন একাদশ শ্রেণি, ২০২৩-২৪ সেশন স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) এবং ২০২১-২২ সেশন মাস্টার্স ফাইনাল পর্বের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে ।
আলোচনা শেষে বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণ মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠান পরিবেশিত হয়।