ফাইল ছবি
২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ১০ এপ্রিল। লিখিত পরীক্ষা শেষ হবে ৮ মে। তত্ত্বীয় পরীক্ষা শেষে ১০ থেকে ১৮ মে পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।
বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করেছে। এবার এসএসসি ও সমমান পরীক্ষা পূর্ণমান এবং পূর্ণ সময়ে অনুষ্ঠিত হবে।
এসএসসি পরীক্ষার সূচিতে বলা হয়, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রের কক্ষে প্রবেশ করতে হবে পরীক্ষার্থীদের। পরীক্ষা শুরুর তিন দিন আগে প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠানপ্রধানের কাছ থেকে সংগ্রহ করতে হবে।
তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে। পরীক্ষার্থীরা কেন্দ্রে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। এ ছাড়া কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন বহন করতে পারবেন না।