Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ২০ ১৪৩১, সোমবার ০৩ ফেব্রুয়ারি ২০২৫

মহাখালী-গুলশান রোড অবরোধ করলেন তিতুমীরের শিক্ষার্থীরা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৭, ৩ ফেব্রুয়ারি ২০২৫

প্রিন্ট:

মহাখালী-গুলশান রোড অবরোধ করলেন তিতুমীরের শিক্ষার্থীরা

ছবি- সংগৃহীত

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর গুলশান লিংক রোড অবরোধ করেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এতে লিংক রোডের উভয় পাশের সড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

সোমবার দুপুর সোয়া ১২টা দিকে সড়কের ওপর বাঁশ ফেলে যান চলাচল বন্ধ করে দেন প্রতিষ্ঠানটির অর্ধশতাধিক শিক্ষার্থী।

সরেজমিনে দেখা গেছে, কলেজের মূল ফটকের সামনে ৬ষ্ঠ দিনের মতো অনশন করছেন কয়েকজন শিক্ষার্থী। তার সামনে শিক্ষার্থীরা গোল হয়ে সড়কের যান চলাচল বন্ধ করে দিয়েছেন। তিতুমীর বিশ্ববিদ্যালয় করার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সেখানে দেখা যায়নি।

এর আগে রোববার (২ ফেব্রুয়ারি) রাতে কলেজের প্রধান ফটকের সামনে এক সংবাদ সম্মেলনে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি ঘোষণা দেন শিক্ষার্থীরা।

এ কর্মসূচির আওতায় সোমবার অবরোধ করা হয় মহাখালীর আমতলী মোড় ও রেলগেইট এবং গুলশান-১ গোলচত্বর। একইসঙ্গে শাটডাউন ঘোষণা করা হয় তিতুমীর কলেজ। ক্লাস-পরীক্ষার পাশাপাশি বন্ধ প্রশাসনিক কার্যক্রমও। তবে স্বরস্বতী পূজার কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে নতুন করে তিন দফা দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলো হলো, তিতুমীরকে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দিতে হবে, শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার এবং তিতুমীর কমিশন গঠনে আইন উপদেষ্টা বাঁধা দিয়েছেন অভিযোগ করে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer