Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ১২ ১৪৩১, বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫

অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুয়েট

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:১২, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

প্রিন্ট:

অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুয়েট

ফাইল ছবি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শাহেদুজ্জামান শেখ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সার্বিক নিরাপত্তার স্বার্থে আগামীকাল বুধবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল একাডেমিক কার্যক্রমও বন্ধ থাকার ঘোষণা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় নেওয়া এই সিদ্ধান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধকরণের পক্ষে বিপক্ষে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে গত ১৮ ফেব্রুয়ারি ছাত্রদলের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এ নিয়ে কুয়েটের জরুরি সিন্ডিকেট সভায় কুয়েটের একাডেমিক কার্যক্রম ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধের সিদ্ধান্ত হয়। সবশেষ মঙ্গলবার দুপুরে  দিকে ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী উপাচার্যের বাসভবনের সামনে যান। এ সময় তারা হ্যান্ডমাইকে উপাচার্যের বাসভবনে যারা রয়েছেন তাদের ৫ মিনিটের মধ্যে বেরিয়ে বাসা খালি করে দেওয়ার আহ্বান জানান। এসময় ভেতরে উপাচার্য শিক্ষকদের নিয়ে বৈঠক করছিলেন। একপর্যায়ে শিক্ষকরা গেটের কাছে এসে শিক্ষার্থীদের তালা লাগানোর উদ্যোগের প্রতিবাদ জানান। পরে তালা না দিয়ে ফিরে আসেন শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় কুয়েটের সব ধরণের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer